সারাদেশ

কর্ণফুলীতে জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সম্মেলন 

কর্ণফুলী প্রতিনিধি :
কর্ণফুলী উপজেলায় জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে এডভোকেট মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক।
এ সময় বিশেষ ছিলেন, চট্টগ্রাম ১৩ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার মনির আবছার চৌধুরী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে যুব সমাজই মূল শক্তি। ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গড়তে হলে তরুণদের চিন্তায় থাকতে হবে দায়িত্ববোধ, কর্মে থাকতে হবে আদর্শের ছাপ।
সম্মেলনের লক্ষ্য হলো দায়িত্ববান, সৎ ও সংগ্রামী যুব সমাজ গঠন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,