সারাদেশ

ঘাতক ট্রাক কেড়ে নিল শিক্ষার্থীর প্রান

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের সদর উপজেলায় বালুবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. রাকিব (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় শাকিল ইসলাম (২২) নামে রাকিবের খালাতো ভাই আহত হয়েছেন। নিহত রাকিব উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দোমনী অমরপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। রাকিব ইউনিয়নের দোমনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
শনিবার দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যারিস্টার বাজার-মিলনবাজার সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সদর উপজেলা সাতমেড়া ইউনিয়নের খেঁকিপাড়া এলাকা থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে খালাতো ভাই শাকিলের সাথে বাসায় ফিরছিলো রাকিব। এসময় তারা সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে বালুবাহী একটি ট্রাককে পাশ কাটাতে যান তারা। তখন  ট্রাকের সামনের অংশের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যায় রাকিব।
আর শাকিল ছিটকে পড়েন সড়কের আরে এক পাশে।  ট্রাকের সামনের চাকা রাকিবের শরীরের উপর দিয়ে গেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পরপরই  ট্রাক রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এছাড়া ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
এসআই মুন্না সরকার জানান,   নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,