পিরোজপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বলেশ্বর নদীতে সাঁতার প্রতিযোগিতা

পিরোজপুর প্রতিনিধি:
পহেলা বৈশাখের আনন্দকে প্রাণবন্ত করে তুলতে পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে বলেশ্বর নদীতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে নদীর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে পূর্ব প্রান্তের পুরাতন খেয়া স্মৃতিসৌধ ঘাটে গিয়ে শেষ হয় এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশ নেন ৩২ জন সাঁতারু। এক কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মো. তৌহিদুল ইসলাম, দ্বিতীয় হন শাকিল খান এবং তৃতীয় স্থান লাভ করেন হাসান হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “জনাব তারেক রহমানের নির্দেশে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমরা এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত রাখবো। যুব সমাজকে মাদকের করাল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
প্রথম স্থান বিজয়ী তৌহিদুল ইসলাম বলেন, “ছোটবেলায় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতাম। দীর্ঘদিন পর আবার এমন আয়োজনে অংশ নিয়ে দারুণ ভালো লাগছে।”
প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থী মাহতাব হোসনে বলেন, “অনেক বছর পর পিরোজপুরে এমন প্রাণবন্ত আয়োজন দেখে খুব ভালো লাগছে। আমরা চাই, ভবিষ্যতে এমন আয়োজন আরও হোক।”
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন অতিথিরা। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে উপহার হিসেবে একটি করে কাঁচের প্লেট দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা জাসাসের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম।