চট্টগ্রামে দেশবার্তার পথচলায় প্রাণবন্ত আয়োজন

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে আনুষ্ঠানিক পথচলা শুরু করলো দৈনিক দেশ বার্তা।রবিবার(২৪ আগষ্ট) ছোট পরিসরে কিন্তু প্রাণবন্ত একটি আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির বন্দরনগরীতে তাদের সরব পদচারণা রাখতে শুরু করেছে।নগরীর সিআরবির মনোরম পরিবেশে পড়ন্ত বিকেলে একটি রেস্তোরায় এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক দেশ বার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব।চট্টগ্রামে সকল সংবাদপএ এজেন্ট ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি পায় ভিন্ন মাত্রা।।
অনুষ্ঠানে দেশবার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব পত্রিকাটির আগামীর পরিকল্পনা ও চট্টগ্রাম নিয়ে ভাবনার কথা তুলে ধরেন।এজেন্ট ও গণমাধ্যমকর্মীরাও দেশ বার্তার সফলতা কামনা করে পত্রিকার প্রচারে নানা পরামর্শ মুলক বক্তব্য রাখেন।তারা বলেন,দেশবার্তা কোন দলের পক্ষে নয় বরং সবার কথা বলবে। বিশেষ করে অর্থনীতির প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত চট্টগ্রামের সমস্যা, দুর্দশা নিয়ে তাদের লেখনিতে তুলে ধরা হয়।
পত্রিকার পথচলার শুভলগ্নে মাওলানা আবদুস সোবহান বিশেষ মোনাজাত পরিচালনা করেন।মোনাজাতে দেশবার্তার সফলতা ও সম্পাদক কাজী তোফায়েল আহমদের সুস্বাস্থ্য কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।এর আগে কেক কেটে দেশবার্তার চট্টগ্রামের শুভলগ্নের মুহুর্তটি উদযাপন করা হয়।
দেশবার্তা চট্টগ্রাম ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সংবাদপএ এজেন্ট আবদুর রহিম, মোঃ কাজী জাহাঙ্গীর আলম,রেলওয়ে জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু,নজরুল ইসলাম,আবদুল মতিন চৌধুরী রিপন, রাজীব সেন প্রিন্স, জাকারিয়া হোসেন, মোঃ আরিফ, শেখ মোর্শেদ আলম চৌধুরী প্রমুখ।