রোহিঙ্গা আগমনের আট বছর আজ: প্রত্যাবাসনে অনিশ্চয়তা, সীমান্তে বাড়ছে চাপ
আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
আজ ২৫ আগস্ট রোহিঙ্গা আগমনের আট বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা নির্যাতন ও গনহত্যার শিকার হয়ে প্রাণ বাঁচাতে লাখো রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়। সে সময় জাতিসংঘ একে “জাতিগত নিধনের ক্লাসিক উদাহরণ” হিসেবে উল্লেখ করেছিল।
বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার পরও এই দীর্ঘ আট বছরে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অনিশ্চিত রয়ে গেছে। বরং নতুন করে আরও লক্ষাধিক রোহিঙ্গা বিভিন্ন সময়ে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ বিভিন্ন ক্যাম্পে প্রায় ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে।
স্থানীয় উখিয়া ও টেকনাফবাসীর দাবি—অবিলম্বে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। তাদের অভিযোগ, বিপুলসংখ্যক রোহিঙ্গা আশ্রিত থাকার কারণে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর পড়ছে মারাত্মক প্রভাব, পাশাপাশি বেড়ে যাচ্ছে অপরাধ ও মাদকের বিস্তার।
আজকে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করছে বিভিন্ন মানবাধিকার ও আন্তর্জাতিক সংগঠন। তবে স্থানীয়দের প্রত্যাশা—আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার মাধ্যমে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনই হবে এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান।




