সিরাজগঞ্জে হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করায় এক ব্যক্তি গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ বাজার এলাকার গোবিন্দ মন্দিরের পাশে গত কাল সোমবার ভোর ৪.৩০ ঘটিকায় তাড়াশ কেন্দ্রীয় শ্বশানঘাট কালী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের চড়ক পূজা চলাকালে পূজার মন্ত্র পাঠ করার সময় আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করে বলেন যে, “বান মাদার মুখ বন্ধ, এই বন্ধ যদি ছোটে তাহলে আল্লাহ ও রাসুলের মস্তক থাকবি না” বলে আল্লাহ ও রাসুলকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে কটূক্তিমুলক কথা বলে। উক্ত কটুক্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়। ফলে এলাকার মুসলিম সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযুক্ত শ্রী জয় কুমার সরকার আল্লাহ ও আল্লাহর রাসুলকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যভাবে ভীতিমূলক কটুক্তি করে ইসলাম ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে অভিযুক্ত শ্রী জয় কুমার সরকার (৩৫)কে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি পুলিশ)।
অভিযুক্ত শ্রী জয় কুমার সরকার (৩৫) তাড়াশ থানার ঘরগ্রাম এলাকার শ্রী শংকর চন্দ্র সরকারের ছেলে।
এ সংক্রান্তে মোঃ আব্দুল বারী বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এই কটুক্তির ঘটনাটি দেশব্যাপি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এই কটুক্তির ঘটনার সাথে জড়িত আসামী শ্রী জয় কুমার সরকার’কে গ্রেফতারের জন্য একটি চৌকস টিম গঠন করেন। মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), সিরাজগঞ্জ এর তত্বাবধানে অমৃত সূত্রধর, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, সিরাজগঞ্জ ও মোঃ একরামুল হোসাইন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ শারফুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জসহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও থানা পুলিশের সহায়তায় ঘটনার সহিত জড়িত আসামী শ্রী জয় কুমার সরকার (৩৫)কে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৮.৩০ ঘটিকার সময় পাবনা জেলার ফরিদপুর থানার আগপুংগলি (নারায়নপুর) এলাকা হতে তাকে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী শ্রী জয় কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করেন।