বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ৩ আসামী আটক

জাকির হোসেন,
বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
২৬শে আগষ্ট,(মঙ্গলবার) দুপুরের দিকে শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট (মাদক) সহ ৩ আসামী কে আটক করেছে।
আসামীরা হলেন, বেনাপোলের বড় আঁচড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে হাবিবুর রহমান( ২৮), শিকড়ি গ্রামের সাহিনের স্ত্রী মারিয়া বেগম (১৯)ও কাগজপুকুর গ্রামের বাবলুর রহমানের স্ত্রী ইসমোতারা (৩৬)।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাসেল মিয়া জানান, বেনাপোলের বড় আঁচড়া জনৈক রুহুল আমিনের অটো রাইচ মিলের পার্শ্ববর্তী গলির পাকা রাস্তার উপর থেকে ইয়াবা ট্যাবলেট সহ ৬ হাজার ৯ শ ‘টাকা সহ আসামী হাবিবুর রহমান কে আটক করা হয়, অন্য দুই আসামী কে মারামারির অভিযোগে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর আদালতে পাঠানো হয়েছে।