সারাদেশ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.
‘ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে ধারণ করে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ঐতিহ্যবাহী হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিপ্লবী সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরি, মোঃ নাজমুল হাসান তালুকদার (রানা), জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অমর কৃষ্ণ দাস, ভিপি মোঃ শামীম হোসেন খান, মোঃ আবু সাঈদ সুইট, সদস্য রুমানা মোর্শেদ কনক চাঁপা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ নাজমুল হাসান, কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হাসান, সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল মান্নান খান প্রিন্স।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজা খানম, আব্দুল্লাহ আল-মাহমুদ অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, ২নং বাগবাটী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ সোহেল রানা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি মোঃ জহুরুল হক মন্টু।
প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন খেলাধুলা ও ক্রীড়াঙ্গনের একজন প্রকৃত অভিভাবক। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির তারুণ্যকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারে। বিএনপি সবসময় খেলাধুলাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই টুর্নামেন্ট তারই প্রতিফলন।
বিশেষ অতিথির বক্ত‌ব্যে রুমানা মোর্শেদ কনক চাঁপা বলেন, মাদক একটি পরিবারকে যেমন ধ্বংস করে, তেমনি একটি জাতিকে পিছিয়ে দেয়। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করবে।
মাসব্যাপী এই বনাঢ্য টুর্নামেন্টে উত্তরবঙ্গের ১৬ জেলার ফুটবল টিম অংশ নিচ্ছে। প্রতিদিন মাঠে চলবে ফুটবলের উন্মাদনা। আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গন আবারো প্রাণ ফিরে পাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,