সারাদেশ

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ২ শীর্ষ নেতাসহ ৮ জন বহিষ্কার 

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকালাপের অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ দুই নেতাসহ ৮ জনকে বহিষ্কার করা হয়েছে।  ১৫ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কেন্দ্রীয় বিএনপির প্যাডে তাদের বহিষ্কারের সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদার, সাবেক সদস্য মো. নজরুল ইসলাম লেবু, আতাউর রহমান আতা, আনিছুর রহমান আনিছ, এনায়েতপুর থানাধীন ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু এবং সাবেক সদস্য সচিব আবুল কালাম সিকদার।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক পলাশ মাহমুদ বহিষ্কারের আদেশের নিশ্চিত করে জানান, বিএনপির ভেরিফাইড ফেইসবুকে পেইজে জেলা বিএনপির দুই নেতাসহ ৮ জনকে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,