জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ

নওগাঁ প্রতিনিধিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নওগাঁ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ ও মানববন্ধন শেষে শিক্ষার্থীর নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হকের কাছে একটি স্মারকলিপি দেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ আকন্দ, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আজমাইন আহমেদ, মনিরুল ইসলাম শামীম, অন্তর হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিজানুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থী বান্ধব এবং সহনশীল ফি নির্ধারণ, ইমপ্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, ফলাফল পূনঃমূল্যায়ন ফি ১০০ টাকা, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ সহায়তার দাবি জানান।”
নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ বলেন, “গত বছর আমাদের যে সমস্ত বিভাগের ফি ছিল ২২০০-২৩০০ টাকা এ বছর সেগুলো হয়েছে ৩৩০০-৩৫০০ টাকা। এই ফি বৃদ্ধি তো সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অবিলম্বে ফি প্রত্যাহার চাই।”
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম শামীম বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত এবং অসচ্ছল পরিবারের। হঠাৎ করেই ফি বৃদ্ধির ফলে অনেক শিক্ষার্থী ভোগান্তির মধ্যে পড়েছে। শিক্ষার মান উন্নয়ন না করে ফি বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অবিলম্বে এই ফি প্রত্যাহার চাই।”
এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হক বলেন, “শিক্ষার্থীদের স্মারকলিপিটি গ্রহণ করেছি। তাদের দাবিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।”