জয়পুরহাট সুগার মিলের ২০২৫-২৬ মৌসুমের আখ রোপনের উদ্বোধন

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট সুগার মিলের ২০২৫/২৬ মাড়াই মৌসুমের এসটিপি ও সরাসরি পদ্ধতিতে আখ রোপনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় পাঁচবিবি উপজেলার বিভিন্ন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিএসএফ আইসি সদরদপ্তরের প্রতিনিধি ভা: মহাব্যবস্থাপক (মিলস্ ফার্ম ) মোহাম্মদ শহীদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্লা, জিএম (কৃষি) কৃষিবিদ মোঃ তারেক ফরহাদ, পাঁচবিবি সাবজোনের সাবজোন প্রধান লিটন কুমার মন্ডল।
জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থানা পরিচালক জানান, বিগত কয়েক বছর থেকে জয়পুরহাট চিনিকল জোন এলাকায় আখ চাষ কম হওয়ায় চিনিকল কম চলেছে। তবে গেল মৌসুমে আখের চাষ বাড়ায় মিলটি বেশিদিন চলায় লোকশান কম হয়েছে। এ অবস্থায় এবার চিনিকলের লোকশান আরও কমিয়ে আনতে জোন এলাকায় ৩৭ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আখ চাষ বাড়লে জয়পুরহাট চিনিকল আগের অবস্থায় ফিরে আসবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার ও সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, বটতলী, নাকুরগাছী, মহিপুর, বাগজানা কেন্দ্রের সিডিএ/সিআইসি, সেন্টার গার্ডসহ এবং সম্মানিত আখচাষীরা। তারা সকলে নতুন রোপণ মৌসুমের কার্যক্রমের সূচনা করেন এবং সাফল্যের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আধুনিক পদ্ধতি ও পরিচর্যার গুরুত্ব এবং আখচাষীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও আগামী মৌসুমে আখ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।