সারাদেশ

বদরখালী সমিতির নির্বাচন: প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ছাপিয়ে প্রচারণা

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সমবায় প্রতিষ্ঠান কক্সবাজারের চকরিয়ার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির বহুল প্রতীক্ষিত নির্বাচন।

এবারের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সম্পাদক পদে ৩ জন এবং ৯টি পরিচালক (সদস্য) পদের বিপরীতে ২৩ জনসহ মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমিতির প্রায় দেড় হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার কথা ৭ সেপ্টেম্বর। তবে তার আগেই বেশিরভাগ প্রার্থী পোস্টার ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় নেমেছেন।

চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা ও সহকারী নির্বাচন কমিশনার মো. রমিজ উদ্দিন আহমদ বলেন,

“প্রতীক বরাদ্দের আগে পোস্টার ছাপানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তবে প্রায় সবাই কমবেশি একই কাজ করছেন বলে কমিশন আপাতত কিছুটা নমনীয় মনোভাব নিয়েছে।”

প্রার্থীদের তালিকা

সভাপতি পদে:

• সরওয়ার আলম সিকদার (সাবেক সভাপতি নুরুল আলম সিকদারের ছেলে)

• খাইরুল বশর (সাবেক চেয়ারম্যান, বদরখালী ইউপি)

• আলী আকবর (সভাপতি, বদরখালী ইউনিয়ন বিএনপি)

সহ-সভাপতি পদে:

• আলী মোহাম্মদ কাজল (সাবেক সহ-সভাপতি)

• কামাল উদ্দিন বাবুল (বর্তমান সহ-সভাপতি)

• দিদারুল আলম মজিদ (নতুন মুখ)

সম্পাদক পদে:

• মোহাম্মদ আলী চৌধুরী (সাবেক দুইবারের সম্পাদক)

• আ.ন.ম. মঈন উদ্দিন (বর্তমান সম্পাদক)

• এ. এম. এস্তেফাজুর রহমান (প্রয়াত এ.কে.এম. ইকবাল বদরীর ভাই)

পরিচালক পদে (২৩ জন):

কামরুল ইসলাম, সাদ্দাম হোসেন, মোহাম্মদ বেলাল উদ্দিন, কফিল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, বি.কে.এম. নুরুল কাইছার, জিয়া উদ্দিন, বখতিয়ার উদ্দিন রুবেল, শাহাব উদ্দিন শাকিল, হাজি হামিদ উল্লাহ, আবুল হাসনাত মো. পারভেজ, আবু তাহের, রেজাউল করিম বাদল, মোজাফফর আহমদ, নুরুল কাদের, আনোয়ারুল ইসলাম, এস.এম. শওকত ওসমান, জয়নাল আবেদীন কাতারী, আখতার আহমদ, জমির উদ্দিন, জাফর আহমদ, নাজেম উদ্দিন, কুতুবউদ্দিন ও ছলিম উল্লাহ।

নির্বাচন প্রস্তুতি

নির্বাচন কমিশনের সভাপতি ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন,

“সমিতির সদস্যদের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,