চিরিরবন্দরে ওএমএসে আটা বিক্রয় শুরু

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দুটি পয়েন্টে খোলা বাজারে খাদ্যশস্য (ওএমএস) কর্মসূচির আওতায় আটা বিক্রি শুরু হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০ টায় চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী বাজারে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ফাতেহা তুজ জোহরা, এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা হালিমুর রহমান, আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দীন শাহ প্রমূখ।
উপজেলা পর্যায়ে প্রতিদিন (কর্মদিবসে) দুই পয়েন্টে ঘুঘুরাতলী ও বেলতলী বাজার মিলে এক মেট্রিক টন আটা প্রতি কেজি ২৪ টাকা দরে বিক্রি করা হবে।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং স্বল্প আয়ের মানুষের জন্য সুলভমূল্যে খাদ্য নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে সিটি কর্পোরেশন, শ্রমঘন জেলা-উপজেলা, জেলা সদর ও পৌরসভায় চলমান ওএমএস কর্মসূচির পাশাপাশি নতুন এ কার্যক্রম চালু করা হবে।