সারাদেশ

জালালাবাদ এলাকায় পাহাড় কাটা প্রতিরোধে অভিযান,পানির সংযোগ বিচ্ছিন্নকরণে ম্যাজিস্ট্রেটের জোরদার উদ্যোগ 

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-
চট্টগ্রাম নগরীর খুলশী থানার আওতাধীন জালালাবাদে পাহাড় কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করে একই সময়ে অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১ সেপ্টেম্বর সোমবার পাহাড় সুরক্ষায় গঠিত জোন কমিটি-৪ এর আহ্বায়ক ও কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হুসেইন মুহম্মদের নেতৃত্বে নগরীর খুলশীতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের পাশাপাশি জালালাবাদের কাঁঠাল বাগান পাহাড়ি এলাকায় পাহাড় কর্তনের ঝুঁকি থাকা বিভিন্ন এলাকাও পরিদর্শন করে জোন কমিটির প্রতিনিধিরা। এসব পুরো পাহাড়ি এলাকায় সবজি চাষের আড়ালে পাহাড় নিধন ও জনমানুষহীন কাঁচা বসতি তোলার মাধ্যমে পাহাড় মোচনের আলামত পরিলক্ষিত হয়। এসময় পুরো এলাকায় অবৈধভাবে গভীর নলকূপ তৈরি করে সাবমার্সিবল মেশিনের মাধ্যমে শতাধিক স্থানে বাণিজ্যিক ভিত্তিতে পানি সরবরাহের বিষয়টি দেখতে পাওয়া যায়। এসময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম ওয়াসার সাথে যোগাযোগ করেন এবং এসব অবৈধ গভীর নলকূপ ধ্বংস করার মাধ্যমে পাহাড়ে অবৈধভাবে পানি সরবরাহের বাণিজ্য বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান। এক্ষেত্রে জোন কমিটির কোনো সহযোগিতার প্রয়োজন হলে তাও দেয়ায় কথা বলেন। এসব সুযোগ সুবিধা পাহাড়ে বিদ্যমান থাকায় পাহাড় নিধন বন্ধ করা যাচ্ছে না।
অভিযান কালে জালালাবাদের মধু শাহ আস্তানার পাশে পাহাড় কেটে ঘর নির্মাণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্ৰহণ, জালালাবাদের পাহাড়গুলোতে অবৈধ পানির উৎসস্থল ধ্বংস করার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় উপস্থিত ছিলেন পাহাড় সুরক্ষায় গঠিত জোন কমিটি-৪ এর সদস্য পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের কর্মকর্তা মোঃ মনির হোসেন, খুলশী থানার এসআই মোঃ: আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স ও খুলশী ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা জাহেদ হোসেন প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,