সারাদেশ

জয়পুরহাটে রেলক্রসিং পার পার হওয়ার সময় ট্রেনে ধাক্কায় প্রাথমিক শিক্ষক নিহত

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ফারুক হোসেন (৫০) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন কালাই হারুঞ্জা গ্রামের লুৎফর রহমানের ছেলে ও হারুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারুক হোসেন পুরানাপৈল রেলগেট পার হচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সাথে সে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে যেহেতু এটি রেলের ব্যাপার সান্তাহার জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,