সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে দীপ্ত তরুণ ক্রীড়া সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে রাজাসন কিংশুক মাঠে জার্সি উন্মোচন, দোয়া মাহফিল ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ৮ নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী মেহেদী রানা শহীদ। বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে তিনি ক্রীড়া সংঘের জার্সি উন্মোচন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসেল পাটোয়ারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ সমাজ গঠনে অনুপ্রাণিত করে।
প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

