বিষ পানের ১৬ দিন পর কর্ণফুলীতে গৃহবধূর মৃত্যু
কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে বিষ পানের ১৬ দিন পর অবশেষে মৃত্যু হলো এক তরুণ গৃহবধূর। উপজেলার দক্ষিণ শিকলবাহা চরহাজারী ৯ নম্বর ওয়ার্ডের অলী মাঝির বাড়ির মো. ফোরকানের স্ত্রী রোজিনা আক্তার (২০) বুধবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিন বছর আগে রোজিনার বিয়ে হয় ফোরকানের সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
চট্টগ্রামের কর্ণফুলীতে বিষ পানের ১৬ দিন পর অবশেষে মৃত্যু হলো এক তরুণ গৃহবধূর। উপজেলার দক্ষিণ শিকলবাহা চরহাজারী ৯ নম্বর ওয়ার্ডের অলী মাঝির বাড়ির মো. ফোরকানের স্ত্রী রোজিনা আক্তার (২০) বুধবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিন বছর আগে রোজিনার বিয়ে হয় ফোরকানের সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাতে ফোরকান বাড়ি ফিরে আসলে স্ত্রী রোজিনা তাকে জানায়, তিনি বিষ পান করেছেন এবং সেই অবস্থায় সন্তানকে বুকের দুধ খাওয়িয়েছেন। ঘটনাটি জানাজানি হলে ফোরকান দ্রুত স্ত্রী ও শিশুকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ ১৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে রোজিনা না ফেরার দেশে পাড়ি জমালেও তাদের দেড় বছরের শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি দক্ষিণ শিকলবাহা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “গৃহবধূ রোজিনার মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়দের তথ্যমতে তাদের দাম্পত্য জীবন সুখের ছিল। কোনদিন এ দাম্পত্যে কলহ বা অভিযোগের খবর শোনা যায়নি। সে কেন আত্মহত্যার পথ বেছে নিলো তা বোধগম্য নয়।”
অন্যদিকে নিহত গৃহবধূর পিতা মো. ইলিয়াস জানান, “আমার মেয়ে বৈবাহিক জীবনে সুখেই ছিল। স্বামী-সন্তান নিয়ে তার জীবনে কোন অভিযোগ শোনা যায়নি। ঘটনার মাত্র চার দিন আগে আমার বাড়ি থেকে গেছে সে। তবে আমার মেয়ে একটু সেন্টিমেন্টাল স্বভাবের ছিল। কেন যে এমন সিদ্ধান্ত নিলো তা আমরা বুঝতে পারছি না।”
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “গৃহবধূর মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”


