সারাদেশ

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদ :- পীর সাহেব ফান্দাউক 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর আলহাজ্ব মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী,
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন
বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। প্রাথমিক শিক্ষায় ইসলামি নৈতিকতা ও মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে সংগীত শিক্ষক নিয়োগের উদ্যোগ ধর্মীয় চেতনা ও জাতীয় সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।
তিনি প্রশ্ন রেখে বলেন, “দেশে হাজারো ক্বারী, হাফেজ ও ইসলামি শিক্ষিত যুবক কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছে। অথচ তাদের উপেক্ষা করে সংগীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন কেন?” তিনি আরও দাবি করেন, অধিকাংশ অভিভাবকই চান না যে শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে গান শেখানো হোক; বরং তারা সন্তানদের ধর্মীয় শিক্ষায় অগ্রাধিকার দেন।
পীর সাহেব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ইসলামি নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে আলেম সমাজ, অভিভাবক ও সচেতন নাগরিকদের এই বিষয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,