রাজনৈতিক চর্চার নামে নোংরামি করলে সবার আগে আমাদের মুখোমুখি হতে হবে

পঞ্চগড়ে সারজিস
একেএম বজলুর রহমান পঞ্চগড়
ছাত্রদলের কমিটি দেয়ার নামে আর রাজনৈতিক চর্চার নামে নোংরামি করলে সবার আগে আমাদের মুখোমুখি হতে হবে বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ছাত্রদল নেতাদের উদ্দেশে সারজিস আলম একথা বলেন। যেই সাহস ছাত্রলীগ করতে পারেনি সেই সাহস ছাত্রদল করা শুরু করেছে। স্কুল পর্যায়ে ছাত্রদলের কমিটি দেয়ার প্রতিবাদে সারজিস এসব কথা বলেন।
৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা জনাব তারেক রহমান থেকে শুরু করে ছাত্রদলের যারা বাংলাদেশের দ্বায়িত্বে রয়েছে, সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে স্পষ্ট করে বলি ছাত্রদলের কমিটি দেয়ার নামে, রাজনৈতিক চর্চার নামে যদি বাংলাদেশে স্কুল পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা রাজনীতি করার নামে রাজনৈতিক নোংরা চর্চার করার চেষ্টা করেন আপনাদেরকে এরপর থেকে আগে আমাদের মুখোমুখি হতে হবে।
তিনি শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় জেলা এনসিপি আয়োজিত বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যেমে নতুন সংবিধানের দাবিতে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সারজিস বলেন, এই বাংলাদেশে স্কুল পর্যায়ে ছাত্র রাজনীতির নামে কোন লেজুর বৃত্তি চলবে না, চলবে না, চলবে না। আমরা স্পষ্ট করে বলি আমরা আওয়ামী লীগের সময়ে স্কুল কলেজ থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি, এডহক কমিটি দেয়ার নামে বিভিন্ন কমিটিতে কিছু চোর বাটপার, চাঁদাবাজ, অযোগ্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ওই ম্যানেজিং কমিটির সভাপতি করা হয়েছে।
তিনি আরো বলেন, দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বিএনপি পন্থী চেয়ারম্যান ফরিদুল ইসলাম আমাদের এক নেতা ও তার বাবাকে হুমকী দিয়ে এসেছেন। তারা যেন এনসিপির কোন অনুষ্ঠানে যেন না যান। এছাড়া তেতুঁলিয়া উপজেলাতে একটি দলের লোকজন ড্রেজার কান্ডের সাথে জড়িত। সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু ড্রেজার দিয়ে পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংস করা হচ্ছে।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সহ পঞ্চগড় জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।