সারাদেশ

রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সিদ্ধিরগঞ্জকে সোনারগাঁয়ের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে -এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো: সাগর মল্লিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জনগণের ম্যান্ডেট ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য আর আসন ভাগাভাগির রাজনৈতিক খেলায় সিদ্ধিরগঞ্জকে একবার ৫ আসনে আরেক বার ৩ আসনে যুক্ত করায় প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো: সাগর মল্লিক।
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জবাসী এই ধরণের নোংরা আসন ভাগাভাগির খেলা প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, টোকাইদের নিয়ে ছাত্র প্রতিনিধি বানিয়ে এর বৈধতা দিয়ে দিবেন, সিদ্ধিরগঞ্জ এর ছাত্র-জনতাকে এতোটা দুর্বল ভাববেন না। মনে রাখবেন সিদ্ধিরগঞ্জ এর ছাত্র-জনতা শামীম ওসমানকে খেলায় পরাজিত করেছে। আর আপনারা তো শামীম ওসমানের সাথেই পারেন নাই, আমাদের সাথে খেলায় পারবেন তো? নির্বাচন কমিশনের দল ভিত্তিক ম্যাপিং করা আসন বিন্যাস প্রত্যাখান না করলে সিদ্ধিরগঞ্জ হয়ে উঠবে মাদক এবং টোকাইদের আশ্রয়স্থল। আসন ট্যাম্পারিং করে কাউকে এমপি হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ১ থেকে ১০ টি ওয়ার্ডকে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সাথে অন্তর্ভুক্ত করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,