সারাদেশ

র‌্যাব-১২ এর অভিযানে বিপুল গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস দল আধুনিক প্রযুক্তির সহায়তায় মধ্যভদ্রঘাট এলাকায় অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীকে আটক করে।
গ্রেফতারকৃতের নাম মোঃ সাদ্দাম হোসেন (৩০)। তিনি নওগাঁ জেলার বদলগাছি থানার মথুরাপুর ইউনিয়নের চকমথুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম হোসেন স্বীকার করেছে যে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১২ জানায়, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
র‌্যাব-১২ সকলকে আহ্বান জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সহযোগিতা করতে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,