পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা, চানাচুর ধ্বংস
একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও মানহীন তেলসহ নিম্নমানের উপকরণ ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিষমনি এবং পৌরসভার জালাসী এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহন মিনজি। এ সময় দুটি কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় প্রায় শতাধিক কেজি চানাচুর।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাফিজাবাদ ইউনিয়নের বিষমনি এলাকায় ‘বাবু চানাচুর’ নামের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন করা হচ্ছিল। কারখানাটিতে পোকামাকড় যুক্ত বাদাম, মানহীন মরিচের গুঁড়া ও নোংরা তেল ব্যবহার করা হতো।
এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শরিফ উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানায় প্রস্তুত রাখা প্রায় ১২০ কেজি চানাচুর জব্দ করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
অভিযানের দ্বিতীয় ধাপে পঞ্চগ পৌরসভার জালাসী এলাকায় ‘সারোয়ার চানাচুর’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদনের অভিযোগে অভিযান চালানো হয়।
কারখানার মালিক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান থেকে জব্দকৃত প্রায় ১০০ কেজি চানাচুর ধ্বংস করা হয়।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন খালিদ এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের সদস্যরা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বলেন, কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি হচ্ছিল। ব্যবহৃত তেলের মান ছিল অত্যন্ত নোংরা, চারদিকে স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশ ছিল। এজন্য আমরা প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেছি এবং সতর্ক করেছি। ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





