বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে মহানগর ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ র্যালী
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলস্থ মোড় এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরার নেতৃত্বে এ আনন্দ র্যালীটি অনুষ্ঠিত হয়। র্যালীতে ছাত্রদলের হাজারো নেতাকর্মী মিছিল সহকারে আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতা হিরা বলেন, বিএনপি জনগণর দল। যখনই বাংলাদেশে ক্রান্তিকাল আসে তখনই তাদের দু:খ-দূর্দশা দূর করতে বিএনপি জনগনের পাশে এসে দাড়ায়। দেশে যখন ক্রান্তিকাল চলছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে নেতৃত্ব দেয়ার জন্য বিএনপির প্রতিষ্ঠা করেন।
তারপরবর্তী সময়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। তারপরে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারুন্যের অহঙ্কার তারেক রহমান দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার সহ মৌলিক অধিকার আদায়ের জন্য লড়াই-সংগ্রম করে যাচ্ছেন। বিএনপি জনগনের দল, জনগণের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে।
আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত, সরকারী তোলারাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জয়, প্রচার সম্পাদক ইয়াছিন ভুঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো: রাসেল আহমেদ, সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেন, মহানগর ছাত্রদল নেতা রাইসুল ইসলাম রিয়াদ, সাবেক সদস্য গোলাম আহমেদ কাউসার, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রিফাত, সহ-সাধারণ সম্পাদক হৃদয় হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল নেতা মাহিম, আশরাফুল, মামুন, আমির, নাসিক ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: রাহাত শেখ, নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম রিফাত, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ইকবাল আহমেদ, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো: যোবায়েদ, মো: মারুফ, আজমীর, নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা জুয়েল হাওলাদার, মো: রুবেল, মো: সিহাব, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা আনন্দ ইসলাম রাফী, মো: ইয়াছিন মির্জা, মো: রুবেল, মো: আল আমিন, মো: মতিউর, বায়েজিদ, আদর, ৫নং ওয়ার্ড ছাত্রদল নেতা আবু জুবায়েদ আরিয়ান, মো: রাকিব, মো:ওয়াসিম, মৃদুল, ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা আবু বক্কর সিদ্দিক, সায়েম, নয়ন, রায়হান, ৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা জুয়েল, সিয়াম, শাহপরান, রাজ্জাক, হৃদয়, ১০ নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাবিব, ইয়াছিন, সবুজ, সুজন, ইসমাঈল, কাউসারসহ প্রমূখ।





