শাহরাস্তিতে শিশু তাসনুবা তাবাস্সুম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
হাসান আহমেদ
চাঁদপুর জেলার শাহরাস্তি থানা পুলিশ শিশু তাসনুবা তাবাস্সুম হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোসাঃ সাথী আক্তার (২০), স্বামী- মোঃ রিপন পাটোয়ারী, সাং- পাঞ্চাইল (পাটোয়ারী বাড়ী), ০৫ নং ওয়ার্ড, চিতোষী পূর্ব ইউপি, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর-কে গ্রেফতার করেছে।
গত ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল অনুমান ০৯:৩০ ঘটিকার সময় ভিকটিম তাসনুবা তাবাস্সুম (০৩) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে ০৪ সেপ্টেম্বর ২০২৫ রাত অনুমান ১১:৫০ ঘটিকার সময় বাদীর বসত ঘরের পিছনের পুকুর থেকে ভিকটিমের লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়।
তদন্তে ও আসামীর জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন রান্নার সময় গরম ভাতের মাড় ভিকটিম শিশুটির শরীরে পড়ে গেলে তার শরীর ঝলসে যায়। এতে শিশুটি ব্যথায় চিৎকার শুরু করলে ভিকটিমের চাচি আসামী সাথী আক্তার ক্ষিপ্ত হয়ে ভিকটিমের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর প্রথমে লাশ আলমিরায় লুকিয়ে রাখে। পরবর্তীতে বস্তাবন্দি করে বসত ঘরের সিলিং-এ তুলে রাখে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তা নামিয়ে বাড়ির পিছনের পুকুরে ফেলে দেয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-০৫, তারিখ- ০৫/০৯/২০২৫; জি আর নং-১৩৬, তারিখ- ০৫/০৯/২০২৫; ধারা- ৩০২/২০১/৩৪ The Penal Code, ১৮৬০ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





