সাভারে প্রতারক টুটুল: কম্পিউটার দোকানের আড়ালে অভিনব প্রতারণা
আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
সাভারে নতুন এক প্রতারকের আবির্ভাব ঘটেছে। নাম তার হাসানুল হক টুটুল। অভিযোগ উঠেছে, সাভার জাতীয় অন্ধ সংস্থার মার্কেটে কম্পিউটারের দোকান খুলে অভিনব কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি।
ভুক্তভোগীরা জানান, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, জমিজমার খাজনা-খারিজসহ নানা সরকারি কাজ করে দেওয়ার কথা বলে তাদের সাথে যোগাযোগ করেন টুটুল। তবে একবার টাকা হাতে পেলেই কাজ না করে মাসের পর মাস ঘুরিয়ে দেন। এভাবেই একের পর এক সাধারণ মানুষ তার প্রতারণার শিকার হচ্ছেন।
সম্প্রতি অভিযোগ বাড়তে থাকায় তিনি দোকানের নাম পরিবর্তন করে তার ভাইয়ের নামে ব্যবসা শুরু করেছেন বলে জানা গেছে। ফলে প্রতারিতরা দোকানে গেলেও টুটুলকে আর খুঁজে পান না।
অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা টুটুলের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দায় এড়ানোর চেষ্টা করেন। এতে ভুক্তভোগীরা আরও ভোগান্তিতে পড়ছেন।
এদিকে প্রশাসন জানিয়েছে, এ ধরনের প্রতারক সাভারের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং টুটুলকে আইনের আওতায় আনা হবে।
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে প্রতারক চক্রের হাত থেকে সাধারণ মানুষ রক্ষা পায়।




