সারাদেশ

ভূঞাপুরে দুই মাদক ব্যবসায়ীর আড়াই বছরের কারাদণ্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে আড়াই বছরের কারাদণ্ড ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে আব্দুল মালেককে দুই বছরের কারাদন্ড ও সাড়ে ৫ হাজার টাকা জরিমানা এবং শুক্কুর আলীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫’শ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কষ্টাপাড়া ও ভালোকুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজলো নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন। এসময় থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত মালেক উপজেলার ভালোকুটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও শুক্কুর আলী কষ্টাপাড়া গ্রামের সমেশের ছেলে।

ভারপ্রাপ্ত উপজলো নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন জানান, গোপন তথ্যার ভিত্তিতে উপজেলার কষ্টাপাড়া ও ভালোকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের দায়ে আব্দুল মালেককে দুই বছরের কারাদন্ড ও সাড়ে ৫ হাজার টাকা জরিমানা এবং শুক্কুর আলীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫’শ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,