সারাদেশ

দৈনিক দিনকালের ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি
জাতীয় পত্রিকা “দৈনিক দিনকালের” ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা তিনটায় নগরীর সার্কিট হাউস সংলগ্ন শহীদ জিয়া স্মৃতি জাদুঘর হলে, দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো চীফ হাসান মুকুলের সভাপতিত্বে দৈনিক দিনকালের ৩৯ বছরে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ, সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান,চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর,নগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সরোয়ার আলম,
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কন্ঠশিল্পীরা গান পরিবেশন করেন

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,