সদরপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

সদরপুর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ান
রানার্সআপ ভাষাণচর ইউনিয়ন
শিমুল তালুকদার # সিনিয়র রিপোর্টার
সদরপুর থেকেঃ
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
টুর্নামেন্টে সদরপুর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম ভাষাণচর ইউনিয়ন পরিষদ একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। খেলায় সদরপুর ইউনিয়ন পরিষদ একাদশ এক শুন্য গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪ টা ১৫ মিনিটে সদরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, মৎস্য কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলা প্রকৌশলী আবদুল মমিন, প্রানী সম্পদ কর্মকর্তা সভ্যসাচী মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ামম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মি সহ কয়েক হাজার উৎসুক দর্শক টুর্নামেন্টে উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট রেফারীর দায়িত্বে ছিলেন “বাংলাদেশ ফুটবল ফেডারেশন”
এর অনুমদিত এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার রেফারী মোঃ জিন্নাহ।
অত্তান্ত বিচক্ষণ রেফারী দায়িত্ব পালনে তিনি উপস্থিত সবার কাছে হয়েছেন প্রশংসীত। সাইড রেফারীর দায়িত্বে ছিলেন রুবেল ও শাহীন।
খেলা শুরু থেকে শেষ পর্যন্ত ধারা ভাষ্যে
ছিলেন, আবুল হোসেন ও সদরপুর মহিলা কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন। জেলার নগরকান্দা থেকে আগত আবুল হোসেনের অসাধারণ ও নিপুন ধারাভাষ্যে মুগ্ধ উপস্থিত সকল দর্শকদের মাঝে জুগিয়েছে বাড়তি বিনোদন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা।
এছাড়াও টুর্নামেন্টে অংশ নেওয়া ম্যান অব টুর্নামেন্ট, ম্যান অব টীম, শ্রেষ্ঠ গোল কীপার সহ ফাইনাল টুর্নামেন্টে অংশ নেওয়া সকল প্লেয়ারদের মাঝেও মেডেল প্রদান করা হয়।
দীর্ঘ দিন পড়ে ফুটবল খেলার উন্মাদনা উপভোক করতে পেরে এই খেলার আয়োজক উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফুটবল প্রেমী সহ উপজেলার সর্বস্থরের জনসাধারণ।