সারাদেশ

মাদারীপুরে ব্যাটারিচালিত ভ্যান চুরির সময় , জনতার হাতে আটক ২ জন

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার হামেদ খাঁ হাট থেকে ব্যাটারিচালিত একটি ভ্যান চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে জনতা আটক করে পুলিশের দিয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্যানটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় কালকিনি উপজেলার পৌর মাছ বাজারের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—ডাসার উপজেলার পশ্চিম বনগ্রামের সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার এবং গৌরনদী উপজেলার পশ্চিম মেদাকুল এলাকার জাকির ফকিরের ছেলে সাগর ফকির।
ভুক্তভোগী ভ্যান মালিক জৈনিক আজিজ হাওলাদার বলেন, এই ভ্যানটাই আমার একমাত্র সম্বল। এর মাধ্যমেই সংসার আমি চালাই এবং কিস্তির টাকা পরিশোধ করি। ভ্যানটি হারালে আমি পথে বসতাম। আমি চোরদের কঠিন বিচার চাই।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে এম সোহেল রানা জানান, এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দুইজনকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেলহাজতে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,