সারাদেশ

আল্লাহকে দেখার দাবি, মহিলা বিষয়ক কর্মকর্তার ভিডিও ভাইরাল- মুসল্লিদের ক্ষোভ, গ্রেপ্তারের দাবি

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (অ.দা.) একেএম ওয়াহিদুজ্জামানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তিনি দাবি করেন আসমানে গিয়ে আল্লাহর দিদার পেয়েছেন, ফেরেশতা ও হুরদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন এবং আগাম জান্নাতের আশ্বাসও পেয়েছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে তাকে মানসিক ভারসাম্যহীন, ভন্ড প্রতারক আখ্যা দেন এবং গ্রেপ্তারের দাবি তোলেন।
পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান জানান, তাকেও একই ধরনের গল্প শোনানো হয়েছিল।
কারাতে প্রশিক্ষক সোয়েব আলী সবুজ বলেন, তিনি অফিসে গেলে এমন গল্প শুনেছেন। ফেজবুকে তরুণ সমাজকর্মী মানিক উদ্দীন লিখেছেন, সে একজন মানসিক রোগী। তার জায়গা পঞ্চগড়ে নয়, তাকে পাবনায় পাঠানো উচিত। ফেজবুক কমেন্টে ডা. রেজওয়ান রেজা লিখেছেন, হয় সে একজন ভন্ড প্রতারক, না হলে চরম বিকারগ্রস্ত মানসিক রোগী। আল্লাহ মানুষকে এ ধরনের প্রতারক থেকে হেফাজত করুন।
নুরে মদিনা ক্বেরাতুল কুরআন মডেল মাদরাসার শিক্ষক এইচ এম লিয়াকত আলী বলেন, মুসা (আ.) আল্লাহর নুর দেখেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। অথচ তিনি দাবি করছেন সরাসরি আল্লাহকে দেখেছেন। এটি চরম মিথ্যাচার এবং ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টির শামিল।
খোঁজ নিয়ে জানা যায়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের একেএম ওয়াহিদুজ্জামান ২০২০ সালে রাজশাহী থেকে শাস্তিমূলক বদলিতে বোদা উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে দেবীগঞ্জ উপজেলাতেও দায়িত্ব পালন করেন এবং বর্তমানে জেলা কার্যালয়ে উপ পরিচালক হিসেবে (অতিরিক্ত দায়িত্বে) রয়েছেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপ কালে একেএম ওয়াহিদুজ্জামান তার দাবিতেই তিনি অনড় থাকেন। তিনি বলেন, আল্লাহকে আমি দেখেছি ও কথাও বলেছি। আল্লাহ আমাকে বলেছেন তুই ভয় পাবি না, আমি তোর পাশে আছি। আসমান থেকে ইশারা আসার পর আমি দাঁড়ি রেখেছি ও সিগারেট ছেড়েছি। এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,