সারাদেশ

সাভারে ব্যবসায়ী রাশেদের বিরুদ্ধে কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
সাভারে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটি টাকার অর্থ ও মেশিনারিজ আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যবসায়ী মো. রাশেদ মিয়ার বিরুদ্ধে। তিনি সাভারের সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং তার বোন জামাই শহীদ ওরফে বকরী শহীদ একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, দলীয় পরিচিতি ও প্রভাব ব্যবহার করে তারা প্রতিষ্ঠানের টাকা ও মেশিনারিজ আত্মসাত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের সি.আর.পি এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠানের এডমিন কর্মকর্তা শাহিনুর আক্তার (৩৬) সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলাম সরকার ২০১৯ সালের ১৪ নভেম্বর সাভারের কলমা এলাকায় মো. রাশেদ মিয়ার মালিকানাধীন একটি কারখানা শেড ভাড়া নেন। পরবর্তীতে ২০২১ সালে একই মালিকের অনুরোধে প্রতিষ্ঠানটি একটি ফ্যাক্টরির শেড নির্মাণ কাজ শুরু করে, যার মূল্য ধরা হয় ১ কোটি টাকা।
নির্মাণ কাজের অগ্রগতির সময়ে বিবাদী রাশেদ মিয়া ৮ কিস্তিতে মোট ৫৩ লাখ টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ২৭ লাখ টাকা আর পরিশোধ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া নির্মাণাধীন কারখানায় প্রতিষ্ঠানটির প্রায় ৭০ লাখ ৯৫ হাজার ৫০০ টাকার মেশিনারিজ রাখা থাকলেও পরে তা পাওয়া যায়নি।
অভিযোগে আরও বলা হয়, একাধিকবার টাকা ও মেশিনারিজ ফেরত চাইলে বিবাদী নানা ধরনের টালবাহানা, ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। সর্বশেষ চলতি মাসের ৫ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে পাওনা টাকা চাইতে গেলে বিবাদী প্রকাশ্যে জানান যে, তিনি আর কোনো টাকা পরিশোধ করবেন না এবং আইনগত ব্যবস্থা নিলে ক্ষতির শিকার হতে হবে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে যে, মোট ৯৭ লাখ ৯ হাজার ৫০০ টাকা আত্মসাতের অপচেষ্টা চালাচ্ছেন বিবাদী।
এসব অভিযোগের বিষয়ে রাশেদ মিয়া কোন মন্তব্য করতে রাজি হননি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,