সিরাজগঞ্জ পৌর আড়তে খুচরা কাঁচামাল বিক্রি বন্ধ ঘোষনা

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ পৌর পাইকারি কাঁচামাল আড়তে নিয়মবহির্ভূতভাবে খুচরা বিক্রির অভিযোগকে কেন্দ্র করে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট দ্বন্দের অবসান হয়েছে। স্মারকলিপি প্রদানের ৪৮ ঘণ্টার মধ্যেই সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে এক বৈঠকের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) দুপুর দুইটায় সিরাজগঞ্জ পৌরসভার সভাকক্ষে পৌর সচিব মো. রফিকুল ইসলামের মধ্যস্থতায় খুচরা কাঁচামাল ব্যবসায়ী ও আড়ৎদারদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার নিয়ন্ত্রণাধীন গোশালা শিশু পার্ক সংলগ্ন পাইকারি আড়ৎদাররা নিয়ম লঙ্ঘন করে আধা কেজি থেকে এক কেজি পরিমাণেও কাঁচামাল খুচরা বিক্রি করে আসছিলেন। এর ফলে সাধারণ ক্রেতারা সরাসরি আড়ত থেকে কেনাকাটা করায় বড় বাজারসহ পৌরসভার অন্যান্য খুচরা ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এই সমস্যা সমাধানের দাবিতে খুচরা ব্যবসায়ীরা সিরাজগঞ্জ পৌরসভায় একটি স্মারকলিপি প্রদান করেন।
এর পরিপ্রেক্ষিতে পৌরসভা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। বৃহস্পতিবার আয়োজিত বৈঠকে উভয় পক্ষের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। বৈঠকে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ একটি সমঝোতামূলক চুক্তিতে স্বাক্ষর করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার সচিব মো. রফিকুল ইসলাম বলেন, পাইকারি ব্যবসায়ীর দোকান পাইকারি থাকবে, সেখানে কোনো খুচরা বিক্রি হবে না। সিরাজগঞ্জ পৌরসভা ২০২১ সালে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল। বর্তমান পৌর প্রশাসকের নির্দেশনায় সেই সিদ্ধান্তটিই পুনরায় কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পৌরসভার এই দ্রুত হস্তক্ষেপে এবং একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে পারায় খুচরা ও পাইকারি উভয় শ্রেণির ব্যবসায়ীরাই সন্তোষ প্রকাশ করেছেন। এই চুক্তির ফলে এখন থেকে পৌর আড়তে শুধুমাত্র পাইকারি দরেই কাঁচামাল বিক্রি হবে, যা খুচরা বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।