সারাদেশ

লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয় নূর ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত।

লুৎফর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটে  নূর ই আলম সিদ্দিকী জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। জানা যায়, ৫ অক্টোবর ২০২৫ “বিশ্ব শিক্ষক দিবস” উদযাপন উপলক্ষে দেশব্যাপী উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে “গুণী শিক্ষক” নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, যার মাধ্যমে শিক্ষক সমাজের অবদানকে সম্মান জানানো হচ্ছে।
এই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোলাপাড়া সপ্রাবি এর সহকারী শিক্ষক মোঃ নুর ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সনদপত্র যাচাই-বাছাই (৩২টি সনদপত্র দেখান), বিভিন্ন তথ্য উপাত্ত, বিভিন্ন ডকুমেন্টারি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন এবং সুপারিশের ভিত্তিতে তিনি ১৪/০৯/২০২৫ উপজেলা পর্যায়ে “গুণী শিক্ষক” নির্বাচিত হন।
পরবর্তীতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সনদপত্র যাচাই-বাছাই, ডকুমেন্টারি পরীক্ষা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে ১৫/০৯/২০২৫ তাকে জেলা পর্যায়ে “গুণী শিক্ষক” হিসেবে নির্বাচিত করা হয়।
১৬ সেপ্টেম্বর ২০২৫খ্রি. রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৮জেলার ৮জন নির্বাচিত “গুণী শিক্ষক” বিভাগীয় কমিশনার, বিভাগীয় উপপরিচালক এবং সহকারী পরিচালক সনদপত্র যাচাই-বাছাই, ডকুমেন্টারি পরীক্ষা নীরিক্ষা এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন করেন। প্রাথমিক শিক্ষা বিভাগের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে “গুণী শিক্ষক” পরীক্ষায় অংশগ্রহণ করেন। আশাকরি সেখানেও ১ম স্থান অর্জন করতে পারবে।
দীর্ঘ ১০ বছরের শিক্ষকতা জীবনে মোঃ নুর ই আলম সিদ্দিকী শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা এবং প্রযুক্তি-নির্ভর শিক্ষণপদ্ধতি, শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের সাথে সুস্পর্ক বজায় রেখে, শিক্ষার্থীদের উন্নত স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করেন এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন।
এছাড়াও তিনি ২০২৪খ্রি. জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং রংপুর বিভাগে ভাইভা দিয়েছেন।
এবারে গুণী শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়েও মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
শিক্ষাক্ষেত্রে তার দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা তাকে অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীরা তার এই অর্জনে গর্বিত। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি সেইসঙ্গে প্রত্যাশা করছি জাতীয় পর্যায়ে যেন তিনি প্রথম স্থান অধিকার করতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,