সারাদেশ

লালমনিরহাটে গুণী শিক্ষক নির্বাচিত হলেন শহিদুল

লুৎফর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
২০২৫ সালের গুণী শিক্ষক নির্বাচনে লালমনিরহাট জেলার গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন হাতীবান্ধা উপজেলার পারুলিয়া তফশিলী হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম।
তিনি গত বৃহস্পতিবার (১৮) সেপ্টেম্বর জেলার ডিসি অফিসে জেলার কর্মরত শিক্ষকদের নিয়ে এক আয়োজনে ভাইবায় গুণী শিক্ষক নির্বাচিত হন এবং এরপর তিনি  জানান, এই সম্মান অর্জনের জন্য আমাকে দীর্ঘ ২৪ বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠা দিতে হয়েছে। এর আগে আমি একাধিকবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং উপজেলায় চারবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি।এই কৃতিত্বের জন্য আমি সর্বপ্রথম মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একইসাথে আমি কৃতজ্ঞ আমার পিতামাতা, শিক্ষাগুরু, শিক্ষা অফিসার, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যারা আমাকে সবসময় সহযোগিতা করেছেন।আমি এই কৃতিত্বকে সমগ্র শিক্ষক সমাজের প্রতি উৎসর্গ করছি।আর বিশেষভাবে কৃতজ্ঞ তাদের প্রতিও, যারা নিয়মিত আমার সমালোচনা করেছেন। কারণ সেই সমালোচনাই আমাকে আরও দৃঢ়, পরিশ্রমী ও সফল হতে অনুপ্রাণিত করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,