সারাদেশ

পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে এক বিধবা গৃহবধূর দুঃসাহসিক-নৃশংস আত্মহত্যা

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজের গলা নিজেই
ব্লেড দিয়ে কেটে বিধবা গৃহবধূ শাহিনা বেগম(৪৫) আত্মহত্যা করেছে।এমন নৃশংস শিহরিত ঘটনাটি ঘটেছে শনিবার(২০ সেপ্টেম্বর)ভোরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের পল্লী দিগদারী গ্রামে।
স্থানীয়,পারিবারিক ও পুলিশ সূত্র জানায়,
উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মৃত: আজিল হকের বিধবা স্ত্রী শাহিনা বেগম দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন বাসাবাড়ীতে গৃহপরিচা-রিকার কাজ করতেন।সম্প্রতি তার মাথায় স্বাভাবিক স্মরণশক্তির সমস্যা দেখা দেয়।একারণে গত দুই
সপ্তাহ আগে পরিবারের লোকজন শাহিনা বেগমকে ঢাকা থেকে নিজ বাড়ীতে নিয়ে আসেন।
অন্যান্যদিনের ন্যায় শুক্রবার রাতে খাবার শেষে
শাহিনা বেগম তার শয়নঘরে ঘুমিয়ে পড়েন।রাত
পোহালে সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোক-জনের সন্দেহ হয়।শনিবার এসময় সকাল সাড়ে ৬ টার দিকে তাকে ডাকহাঁক করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় অবশেষে শয়ন ঘরের দরজা খুলে দেখা যায় গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তার প্রাণহীন নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে।
খবর পেয়ে সকাল ১১ টার দিকে থানা পুলিশ
ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহের সুরতহাল রিপোর্ট
প্রস্তুত করেন।ওই ইউপি’র সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য
মোনারুল ইসলাম জানান ১ ছেলে ২ মেয়ে ও নাতি-
নাতনির জননী ওই বিধবা মহিলার মাথায় সমস্যা
ছিল।মস্তিষ্কবিকৃতির কারণে তিনি বাড়ির সবার
অজান্তে ধারালো ব্লেড দিয়ে নিজেই নিজের গলা
কেটে আত্মহত্যা করেন।
থানা অফিসার ইনচার্জ মো.জুলফিকার আলী
ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাটি আত্ম-
হত্যা হিসেবে থানায় একটি ইউডি মামলা রুজু করা
হয়েছে।পরিবার কিংবা কাহারো কোনো অভিযোগ
না থাকায় মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
নৃশংস-দুঃসাহসিক ও এমন শিহরিত আত্মহত্যার
ঘটনাটি নিয়ে অত্রালাকায় নানা গুঞ্জন,সংশয়,জল্পনা
-কল্পনা ছাড়াও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,