বাগেরহাট সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন: মালেক সভাপতি বুলু সম্পাদক

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
দীর্ঘ ১৬ বছর পর উৎসবমূখর পরিবেশে বাগেরহাট সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সৈয়দ নাসিদ আহমেদ মালেক সভাপতি ও শেখ আবুল কালাম আজাদ বুলু সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ষাটগম্বুজ বাইতুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসা মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারি হেলাল, প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ কামরুল ইসলাম গোরা, ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বাগেরহাট-২ এর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডঃ লায়ন শেখ ফরিদুল ইসলাম।
নির্বাাচনে সভাপতি পদে সৈয়দ নাছির আহমেদ মালেক ছাতা প্রতীকে ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালুকদার শহিদুল ইসলাম স্বপন চেয়ার প্রতীকে পেয়েছেন ৩০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ আবুল কালাম আজাদ বুলু হরিণ প্রতীকে ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সোহেল রানা পেয়েছেন ২৬৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান শিমুল আম প্রতীকে ১৮৪ ভোট এবং শেখ মহিদুল ইসলাম তালা প্রতীকে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ ১৬ বছর পর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে তৃণমূলের নেতা নির্বাচন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপি’র ভোটার ও কর্মী সমর্থকেরা।