সানিয়াজান গুচ্ছগ্রাম থেকে মা ও ছেলেসহ নিখোঁজ

লুৎফর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ.
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সানিয়াজান গুচ্ছগ্রামের বাসিন্দা লাকী আক্তার ( ২২) ও তার দুই বছরের শিশু সন্তান আব্দুল্লাহর খোঁজ মিলছে না গত ১০ দিন ধরে। লাকী আক্তার রফিকুল ইসলাম-রুজিনা আক্তার দম্পতির মেয়ে।
১০ সেপ্টেম্বর, বুধবার মায়ের সাথে অভিমান করে শিশুপুত্র আব্দুল্লাহকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান লাকী বেগম, জানিয়েছেন সানিয়াজান গুচ্ছগ্রামের বাসিন্দা লাকি আক্তারের মা রুজিনা আক্তার।
রুজিনা আক্তার জানিয়েছেন, তার মেয়ে লাকী বেগম তালাকপ্রাপ্ত নারী। ৪ বছর আগে পাটগ্রাম উপজেলার সাকিলের সাথে লাকী আক্তারের বিয়ে হয়। সন্তান জন্মের পর বিয়ে বিচ্ছেদ হয় লাকী আক্তারের ।বিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি লাকী আক্তার।
বিচ্ছেদের পর গুচ্ছগ্রামে মা-বাবার সাথে থাকতেন লাকী আক্তার। লাকী আক্তারের মানসিক সমস্যাও আছে বলে জানিয়েছেন মা রুজিনা আক্তার।
জানতে চাইলে রুজিনা আক্তার বলেন,’মেয়ে ও নাতির খোঁজে জেলার সর্বত্র ঘুরছি,খোঁজ মিলছে না। কেউ খোঁজ পেলে আমার মোবাইল নম্বর ০১৩৪৩৫৮৬৭৮৪ জানাবেন।’
এ বিষয়ে বাউরা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মামুন সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন,’আমাকে রুজিনা বেগম তার মেয়ে ও নাতির নিখোঁজের বিষয়টি জানিয়েছেন। আমি রুজিনা বেগমের মেয়ে ও নাতির সন্ধান পেতে অনেকের সাহায্য চেয়েছি।’