সারাদেশ

৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা বিএনপি নেতা এম এ সালাম

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি:
৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন করেছেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদরের ঐতিহ্যবাহী রাখালগাছি কে.পি.আর. স্কুল মাঠে দুই দিনব্যাপী ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে রাখালগাছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসাকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।
পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শাহেদ আলী রবি, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি লিয়াকত সরদার, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, বিএনপি নেতা হাসান আল মামুন বাপ্পি, শেখ সেলিম উদ্দিন, চুলকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ঢালী, মজনু শেখ খান হাসান’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী  খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টায় (২২ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,