সারাদেশ

সিরাজগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: সুলতান মাহমুদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অপরাধে সুলতান মাহমুদ নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সুলতান মাহমুদ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি সকালে প্রতিবন্ধী কিশোরী মারুফা খাতুন (১৭) প্রতিদিনের মতো প্রতিবেশী সুলতান মাহমুদের বাড়ির আঙ্গিনা থেকে লাকড়ি আনতে যায়। সে সময় কিশোরীকে একা পেয়ে সুলতান মাহমুদ জোরপূর্বক তার নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে।
ঘটনাটি জানাজানি হলে চার দিন পর, ১২ ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরীর বাবা আব্দুল মান্নান বাদী হয়ে কামারখন্দ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পরে মামলাটির তদন্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ সোমবার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালে বিচারক বেগম সালমা খাতুন বলেন, প্রতিবন্ধী এক কিশোরীর প্রতি এ ধরনের ন্যাক্কারজনক অপরাধ মানবতাবিরোধী। অপরাধীর শাস্তির মাধ্যমে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়, সেজন্য এ রায় কার্যকর ভূমিকা রাখবে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন,
দীর্ঘ চার বছর আইনি লড়াইয়ের পর ভুক্তভোগী পরিবার আজ ন্যায় বিচার পেয়েছে। আদালতের এই রায় ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে।
এদিকে আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
ভুক্তভোগীর বাবা আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, আমার মেয়ের জীবনে যে অন্ধকার নেমে এসেছে, তা কখনোই কাটবে না। তবুও ন্যায়বিচার পেয়ে কিছুটা শান্তি পেয়েছি। আমরা চাই, এ ধরনের অপরাধীরা আর কখনো পার পেয়ে না যাক।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,