সারাদেশ

পঞ্চগড়ে রোগীর স্বজনদের সঙ্গে অশালীন আচরণ করায় সেই আলোচিত চিকিৎসক সাময়িক বরখাস্ত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২২ সেপ্টেম্বর) জারি করা এক আদেশে বলা হয় তিনি সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন করেছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮–এর ৩(খ) ধারায় এটি ‘অসদাচরণ’ হিসেবে গণ্য। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ধর্ষণের শিকার এক শিশুর স্বজনদের সঙ্গে ডা. আবুল কাশেম অশালীন ভাষায় কথা বলেন। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও প্রকাশের পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “বরখাস্তের আদেশ আমরা হাতে পেয়েছি। এখনো তাঁর পরিবর্তে স্থায়ী ভাবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। যেহেতু তিনি আবাসিক মেডিকেল অফিসার ছিলেন, তাই গত শুক্রবার থেকেই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. রাহিমুল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,