জামাত নির্বাচনী ঘর গুছিয়ে নিচ্ছে, বিএনপির ওয়ার্ড কমিটিও অগোছলো

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
জামাত নির্বাচনী ঘর গুছিয়ে নিচ্ছে, বিএনপির ওয়ার্ড কমিটিও অগোছলো
বিএনপি’কে অন্যমনস্ক রেখে পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলামি ভোটের মাঠ গরম রাখলেও তারা চট্টগ্রাম মহানগরীতে ইউনিট থেকে শুরু করে দিয়েছে নির্বাচনী উঠান বৈঠক এবং কেন্দ্র ভিত্তিক নির্বাচনে দায়িত্বশীলদের নিয়ে দিক – নির্দেশনামূলক নিয়মিত সভা সমাবেশে। তাছাড়া নগরীর প্রতিটি পাড়া- মহল্লায় মিলাদুন্নবী ও সিরাতুন্নবী ( সাঃ) মাহফিলের মাধ্যমে নিজেদের ঘরানার আলেম – উলামাদের দিয়ে প্রতিদিন কৌশলে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে, যেখানে উপস্থিত থাকছেন তাদের এমপি প্রার্থীরা। রাস্তার মোড়ে মোড়ে দোয়া চেয়ে ব্যানারে ছেয়ে ফেলেছে তাদের প্রার্থীরা। গুছিয়ে নিচ্ছে তাদের তৃণমূল ওয়ার্ড কমিটিগুলো। শুধু তাই না, জামাত ইসলামি লিফলেট বিতরণের মাধ্যমে মসজিদে মসজিদে মুসল্লীদের কাছে তাদের দলীয় কনসেপ্ট তুলে ধরছে। চট্টগ্রাম মহানগরীর প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছে।
কিন্তু তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপিতে। চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কর্মসূচীর বাহিরে তাদের নেতা -কর্মীদের ইউনিট ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী গণসংযোগ নিয়ে কোন তৎপরতা নেই বললেই চলে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেন, কেন্দ্র থেকে আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগরীর ৩টি সংসদীয় আসনের প্রার্থীদের এখনও কোন সংকেত না দেওয়ায় প্রার্থীরা দ্বিধাদ্বন্দে থাকায় মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম শুরু হয়নি। চট্টগ্রাম মহানগরীতে বিএনপির নির্বাচনী কার্যক্রমে জামাত ইসলামি থেকে পিছিয়ে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিএনপির স্থানীয় একজন প্রবীণ নেতা বলেন, দীর্ঘ ১৫ বছর বিএনপির তৃনমুলের যে সব নেতা-কর্মীরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নির্যাতিত হয়েছে সম্প্রতি গঠিত বিএনপির তৃনমুল কমিটিতে তাদের অনেককেই অবমূল্যায়ন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং ৫ আগষ্টের পর বিএনপিতে অনুপ্রবেশকারী কিছু নেতা-কর্মীরা স্থানীয় ভাবে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। ফলে ত্যাগীরা নিজেদের মান সন্মান রক্ষার্থে ও দলীয় নির্দেশনা না পাওয়ায় নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রয়েছেন।
তবে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে প্রতিদিন তৃনমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, চট্টগ্রাম ৯, ১০ ও ১১ আসনটি চট্টগ্রাম মহানগরীর অন্তর্ভুক্ত।