সারাদেশ

আদমদীঘি থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বাগিচা পাড়া গ্রাম থেকে গতরাতে হত্যা মামলার পলাতক আসামি রফিকুলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম (৪৩) বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বশিকোড়া গ্রামের চক পাড়া মহল্লার আকন্দের ছেলে। ডাকাতিসহ জোড়া খুনের মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম গত সোমবার বেলা চার ঘটিকার সময় বগুড়া জেলা আদালতের হাজত খানা থেকে কারাগারে নেওয়ার সময় পালিয়ে যায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম  বলেন, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে নয় ঘটিকার সময় দুপচাঁচিয়া ও আদমদীঘি থানা পুলিশের সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বাগিচা পাড়া গ্রাম থেকে হত্যা মামলার পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। চলতি বছরের ৯ জুলাই বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়া নগর গ্রামের লক্ষ্মী মন্ডপ এলাকায় ডাকাতির ঘটনায় পুত্রবধূ এবং শ্বশুরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ১০ জুলাই দুপচাঁচিয়া থানায় দায়ের করা ডাকাতি ও হত্যা  মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম।
গত (২১ সেপ্টেম্বর) সোমবার বেলা চার ঘটিকার সময় বগুড়া জেলা আদালতের হাজত খানা থেকে ভীড়ের মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায় আসামি রফিকুল ইসলাম। ঘটনার পরপরই দায়িত্বে অবহেলার কারণে পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়। আদালতের হাজত খানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই জেলা গোয়েন্দা ও থানা পুলিশের একাধিক টিম আসামি রফিকুলকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। অবশেষে মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বগুড়া জেলার গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, ডাকাতিসহ জোড়া খুনের মামলার আসামি রফিকুল ইসলাম গত সোমবার বিকেলে আদালতের হাজত খানা থেকে অন্য আসামিদের সাথে দ্বিতীয় তলার সিড়ি বেয়ে নীচে নামানোর সময় লোকজনের ভীড়ের মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়। তারপর থেকেই তাকে গ্রেপ্তারে জেলা গোয়েন্দা ও থানা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। মঙ্গলবার রাতে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বাগিচা পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পালানোর ঘটনায় বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করে আজ বুধবার সকালে গ্রেপ্তারকৃত পলাতক আসামি রফিকুল ইসলামকে কড়া নিরাপত্তায় আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,