সারাদেশ

জেরিন মারজান খানের ডক্টরেট ডিগ্রি অর্জন, প্রবাসী পল্লী গ্রুপের অভিনন্দন

চট্টগ্রাম প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন জেরিন মারজান খান। তাঁর গবেষণার বিষয় Real Estate Market of Bangladesh: Competitiveness and Concentration, উক্ত বিষয়ে বাংলাদেশে এটি প্রথম ও একমাত্র গবেষণা।
জেরিন মারজান খান প্রবাসী পল্লী গ্রুপের নির্বাহী পরিচালক (অর্থ ও বাণিজ্য) হিসেবে কর্মরত। চাকরির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে এই ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন।
তিনি ঢাকার কামরুন নিসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা থেকে এইসএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস ও এম এস এস পাস করেন। তিনি ২০১০ সালে ঐতিহ্যবাহী প্রবাসী পল্লী গ্রুপে যোগদান করেন এবং সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
ডক্টরেট ডিগ্রি অর্জন করায় প্রবাসী পল্লী গ্রুপের পক্ষ থেকে জেরিন মারজান খানকে অভিনন্দন জানিয়ে বলা হয়, তার সাফল্যে আমরা গর্বিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,