একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি- সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজের ২৬ – ৯ -২০২৫ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সু-শিক্ষা গ্রহন করে ভালো মানুষ হয়ে দেশর জনগণ,জাতির ও সমাজের কল্যাণে জন্য কাজ করতে হবে। সু-শিক্ষা গ্রহন করে সুন্দর একটি বাংলাদেশ গড়তে কাজ করতে হবে, দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে, দেশ ও জনগণের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখতে হবে, নৈতিক শিক্ষা গ্রহন করতে হবে।
মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও দাতা সদস্য মোহাম্মদ আলীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এস,এম, খবির উদ্দিন, নুর মোহাম্মদ, দাতা সদস্য জাকির হোসেন ও মিজমিজি সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।