কালীগঞ্জে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে জুলাই সনদ এর ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কালীগঞ্জ উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৬ শে সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিটে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ প্রাঙ্গনে কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাজী মোঃ আফতাব উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট তাইজুল ইসলাম এর সঞ্চালনায় মিছিল ও পূর্ববর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পাঁচ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খাইরুল হাসান ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫ ই আগস্ট এর গণ বিপ্লবের মাধ্যমে এ জাতি মুক্তি লাভ করেছে । তাই জুলাই সনদকে মানতে হবে পি আর পদ্ধতিকে গ্রহণ করতে হবে । আর যারা পি আর পদ্ধতি বোঝে না তারা মুচলেকা দিয়ে যেতে নির্বাচন থেকে সরে দাঁড়ায় । কারণ পি আর পদ্ধতির মাধ্যমে সকল ভোটারের ভোটের মূল্যায়ন করা হবে ।
এ সময় আরও বক্তব্য রাখেন, নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি মকবুল হোসেন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোহাম্মদ মাহমুদ হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শিহাব উদ্দিন, কালীগঞ্জ পৌর আমীর আমিমুল এহসান, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর জাকির হোসেন দর্জি, জামালপুর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ কামরুল ইসলাম,নাগরী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবুল হাসনাত সহ আরো অনেকে ।
সমাবেশ শেষ করে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি কালীগঞ্জ উপজেলার মূল সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারের এসে শেষ হয় । পরে মিছিল সমাপনী বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির হাজী মোঃ আফতাব উদ্দিন ।
এ সমাবেশের পাঁচ দফা দাবি সমূহ হলো ১। জুলাই সনদতের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা, ২। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা, ৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা ।