সারাদেশ

নাসিরনগরে জাতীয়তাবাদী বাউল দলের ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুজ্জামান সাজু এবং সদস্য সচিব হয়েছেন কবির হোসেন। এছাড়া সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলমের যৌথ স্বাক্ষরে জামাল আহমেদকে আহ্বায়ক ও আবু জামাল আজাদকে সদস্য সচিব করা হয়।
এসময় দলীয় নেতৃবৃন্দ বলেন, “এই কমিটি নাসিরনগরে জাতীয়তাবাদী বাউল দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।” তারা আরও জানান, “বাউল দর্শন ও জাতীয়তাবাদী আদর্শের সমন্বয়ে সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
স্থানীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,