কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা ও শহর জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেলে শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।
শহর জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, শহর নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও: জয়নাল আবেদীন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, রাজনৈতিক সেক্রেটারী এ্যাড. আব্দুল মোমিন ফকির, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসেন, সদর অফিস সেক্রেটারী আব্দুল ওহাব প্রমুখ।
এদিকে পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা আমীর সুজাউল করিমের সভাপতিতে প্রধান অতিথি’র বক্তব্য জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ। উপজেলা সেক্রেটারী মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াত নেতা সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আক্কেলপুর উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আক্কেলপুর হাসপাতাল গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা আমির মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রশেদুল আলম সবুজ এবং পৌর আমির জাকারিয়া হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান, অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, পৌর সেক্রেটারি রিপন হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
কালাই উপজেলা আমীর মাও: মুনছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড. মামুনুর রশীদ, তারবিয়াত সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর তাইফুল ইসলাম ফিতা, আব্দুর রউফ, মোজাফফর হোসেন ।
ক্ষেতলাল উপজেলা আমীর মাও: রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রশেদুল আলম সবুজ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ দাবী জানান।