সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের তৈরি ১৮টি প্রজেক্ট প্রদর্শন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের তৈরি ১৮টি প্রজেক্ট প্রদর্শন করেন।
শনিবার দুপুরে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা অফসানা প্রজেক্টগুলো পরিদর্শন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা তানভীর মাহামুদ সোহাগ, উৎরাইল বাজার সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস আকঞ্জিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বিপ্লব বিকাশ পাল চৌধুরী। বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা সম্ভব। দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগ দেশের শিল্প ও প্রযুক্তি খাতকে এগিয়ে নেবে এবং তরুণ প্রজন্মকে বিশ্ব শ্রমবাজারে প্রতিযোগিতামূলক করে তুলবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে।
পরে প্রজেক্ট মূল্যায়ন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে মিনি হ্যাচারী প্রজেক্ট প্রদর্শনে প্রথম স্থান দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদ হাসান। স্মার্ট দুর্গাপুর প্রজেক্ট প্রদর্শনে দ্বিতীয় স্থান অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন। ভূমিকম্প সতর্কতা প্রজেক্ট প্রদর্শনে তৃতীয় স্থান সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম মিয়া।
পুরুষ্কার বিতরনী শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,