সারাদেশ

ডিএক্সএন লেডি টিম টাইকুন গ্রুপের আয়োজনে নারী উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত। 

নাজিয়াত হোসেন – স্টাফ রিপোর্টার (ঢাকা)

গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ শনিবার রাজধানীর বারিধারা দেইশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে নারী উদোক্তাদের সম্মেলন। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত সেখানে একত্র হন দেশের বিভিন্ন স্থান থেকে আসা নারী উদ্যোক্তারা। আড্ডা-গল্পে মেতে ওঠেন তারা। ভাগাভাগি করেন নিজেদের ব্যবসার অভিজ্ঞতা।

টিম টাইকুন লেডি গ্রুপের  আয়োজন করে এই উদ্যোক্তা সম্মেলন ও মিলনমেলার। ডিএক্সএন বাংলাদেশের সম্মানিত কান্ট্রি ম্যানেজারের উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে এ আয়োজন। নারী উদ্যোক্তাদের উৎসাহ দেন এবং নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন তিনি।

উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডিএক্সএন বাংলাদেশের সম্মানিত কান্ট্রি ম্যানেজার জনাব সালাউদ্দিন খান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম টাইকুন গ্রুপের কর্ণধার জনাব আহসান হায়দার (এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড) এছাড়া আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নুরুল আফসার (গোল্ড ডায়মন্ড)  এ আয়োজনের আহ্বায়ক ছিলেন নারী উদ্যোক্তা ইসরাত জাহান (সিনিয়র ষ্টার ডায়মন্ড)। এবং স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বকুল রায়। এছাড়া উপস্থিত ছিলেন উদ্যোক্তা সেলিনা খাতুন ( ডাবল ডায়মন্ড) এবং জিনাত আনাম ( ষ্টার ডায়মন্ড ) জমজমাট এ আয়োজনে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন তারা। ব্যবসা করতে গিয়ে সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও কথা বলেন।

নারী উদ্যোক্তা ইসরাত নিজের অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে বলেন, একজন নারী উদ্যোক্তা একাধিক নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য নারীদেরও দেখাতে পারেন সফলতার পথ। এ ধরনের  আয়োজন উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সুমাইয়া ফারজানা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,