সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা তাকিউল ইসলাম

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাসিরনগর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “প্রতিবছরের মতো এবারও সারাদেশে জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হবে। বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ একসাথে মিলেমিশে উৎসব উদযাপন করেন। এ উৎসব আমাদের মাঝে আনন্দ, শান্তি ও ঐক্যের বার্তা বয়ে আনুক—এই প্রার্থনা করি।”
তিনি আরও বলেন, “প্রজন্মের পর প্রজন্ম ধরে এ দেশে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে পারস্পরিক সৌহার্দ্য ও সব ধর্মের মানুষের সহযোগিতার মাধ্যমে। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার এই ঐতিহ্যই বাংলাদেশের অন্যতম বড় শক্তি। এটিকে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে।”
রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তাকিউল ইসলাম বলেন, “সবসময়ই কিছু মানুষ থাকে যারা রাজনৈতিক স্বার্থে আমাদের বিভক্ত করতে চায়। ধর্মীয় উৎসবের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এই প্রচেষ্টা শুধু লজ্জাজনক নয়, বরং বাংলাদেশের মৌলিক মূল্যবোধের ওপর আঘাত। স্বৈরশাসনের পতনের পরও ষড়যন্ত্র বন্ধ হয়নি। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং যেকোনো প্ররোচনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আশ্বস্ত করে আরও বলেন, “দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বিএনপি ও এর সব অঙ্গসংগঠন প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষা করা আমাদের দায়িত্ব। ধর্মীয় সম্প্রীতির যে চেতনা জাতিকে সংজ্ঞায়িত করে, তা বিনষ্ট করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াব।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,